এই মুহূর্তে জেলা

শীতের অতিথির হঠাৎ আগমন গ্রীষ্মের দাবদাহে। কৌতুহল পক্ষী প্রেমীদের।


হাওড়া, ২৭ এপ্রিল:- শীতের অতিথির হঠাৎ আগমন গ্রীষ্মের দাবদাহে। হাওড়ার গঙ্গায় পরিযায়ী পাখির আগমন। কৌতুহল পক্ষী প্রেমীদের। হাওড়ার গঙ্গায় এবার দেখা গেল বিদেশি এক মেহমানের। আর তাকে ঘিরেই কৌতুহল বেড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে পক্ষী প্রেমীদের। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই হাওড়ার তেলকল ঘাট সংলগ্ন গঙ্গার নির্জন এবং ছায়াঘেরা শীতল স্থানে পাখিটি অবাধ বিচরণ করছে। কোথা থেকে এসেছে এই পাখিটি এখনও পর্যন্ত না জানা গেলেও শান্তিতেই সে রয়েছে হাওড়া গঙ্গার তীরবর্তী অঞ্চলে। প্রসঙ্গত বছর দুয়েক আগে বালির ঘোষপাড়ার একটি জলাশয়ে এরকম পাখি লক্ষ্য করা গিয়েছিল। সেই ঘটনায় লেন্স হাতে পক্ষী প্রেমীরা ভিড় জমিয়েছিলেন ঘোষপাড়ার ওই জলাশয়ে। পরবর্তীকালে জানা যায় পাখিটি আমেরিকান উড ডাক প্রজাতির পাখি।

বেশ কিছুদিন সেখানেই আস্তানা করেছিল সে। পরবর্তীকালে তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি। প্রায় তার দু’বছর বাদে আবারও হাওড়ায় গঙ্গায় বিদেশি এই পাখির আগমনে কৌতুহল ছড়িয়েছে মানুষজনের মধ্যে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি ঠান্ডার দেশের কোনও দলছুট পাখি। পক্ষী প্রেমীদের অনেকে বলছেন এটি কমন পোচার্ড। পোল্যান্ড সংলগ্ন দেশের এই পাখির অবাধ বিচরণ হলেও আমাদের রাজ্যের জলপাইগুড়ি জেলার গাজলডোবা এলাকায় এই প্রজাতির বিদেশি মেহমানদের মাঝে মধ্যে দেখা মেলে। ভারতবর্ষ তথা কলকাতায় যখন গরমে ওষ্ঠাগত প্রাণ। তাপমাত্রার পারদ চল্লিশ ছুঁই ছুঁই সেই সময় ঠান্ডা দেশের এই প্রজাতির পাখি এখানে কিভাবে এলো এই সময়। এই নিয়েই নানান প্রশ্নের উকি ঝুঁকি পক্ষী প্রেমী থেকে সাধারণ মানুষের মনে। তবে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন কোনওরকম অসুবিধা ছাড়াই পাখিটি দিব্যি বিচরণ করছে হাওড়ার এই গঙ্গার তীরবর্তী অঞ্চলে। অপরদিকে তারা আতঙ্কিত চোরা শিকারি বা দুষ্ট চক্রের হাতে না পড়ে যায় এই সুন্দর বিদেশি মেহমান। ফলে ভিনদেশ থেকে আসা এই অতিথির চিন্তায় এখন পক্ষী প্রেমীরা।