এই মুহূর্তে কলকাতা

স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে প্রতি জেলায় ৭৫ টি জলাশয় খননের নির্দেশ কেন্দ্রের।

কলকাতা, ২৫ এপ্রিল:- স্বাধীনতার ৭৫বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রতিটি জেলায় ৭৫টি জলাশয় বা ‘অমৃত সরোবর’ খননের নির্দেশ দিয়েছে। এরজন্য দ্রুত জেলাভিত্তিক পরিকল্পনা রিপোর্ট চাওয়া হয়েছে। একশো দিনের কাজ, পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ থেকে জলাশয় খননের অর্থ খরচ করা যাবে বলে জলসম্পদ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যেই প্রতিটি জেলায় এনিয়ে কেন্দ্রের নির্দেশিকা পৌঁছে গিয়েছে। প্রতিটি পুকুরের আয়তন প্রায় এক একর হতে হবে।

২০২৩ সালের ১৫ আগস্টের মধ্যে ওই কাজ শেষ করতে হবে। জানা গিয়েছে,স্বাধীনতার ৭৫বছর পূর্তি উপলক্ষে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালনের অঙ্গ হিসেবে গোটা দেশে ৫০ হাজার জলাশয় খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই কর্মসূচির নামকরণ করা হয়েছে, মিশন অমৃত সরোবর। নতুন জলাশয় খনন সম্ভব না হলে জলাশয় সংস্কার করতে হবে। অমৃত সরোবর রক্ষণাবেক্ষণের জন্য কমিটি গঠন করতে হবে। তাতে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের কাজে লাগাতে হবে বলে জল সম্পদ মন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হয়েছে।