হাওড়া, ৫ ডিসেম্বর:- ইন্ডিয়া জোটের পিন্ডি চটকে গেছে। ইন্ডিয়া জোটের সবাইকে বলব গয়ায় গিয়ে এবার শেষ কাজটা করে আসতে। মঙ্গলবার সকালে হাওড়ায় দলের এক প্রশিক্ষণ শিবিরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তিন রাজ্যের ভোটের ফলাফলে যে ঝড় এসেছে তাতেই ইন্ডিয়া জোটের পিন্ডি চটকে গেছে। এদিন শুভেন্দু অন্য এক প্রশ্নের উত্তরে আরও বলেন, এদের গোটা মন্ত্রিসভা চোর। গতকাল ধর্মেন্দ্র প্রধান এদের মুখোশ খুলে দিয়েছেন। এরা সব চাল চোর, আটা চোর, গম চোর। এরা সবাই নিকৃষ্টতম চোর।
এখন পিসির আলাদা গোষ্ঠী। ভাইপোর আলাদা গোষ্ঠী। সুতরাং সর্বত্র মারপিট তো হবেই। যতদিন না পিসিকে ১৪ তলা থেকে নিচে নামাতে না পারছি ততদিন বোমা ফাটতেই থাকবে। শুভেন্দু অধিকারী বলেন, ডাক্তাররা সব চলে গেছে। সরকারি হাসপাতালের ২৮ জন ডাক্তারদের পাঠিয়ে দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি আর তার পরিবারকে রাজবৈদ্য হয়ে পাহারা দিতে। এদিকে, ‘মমতা চোর’ গেঞ্জি পরে মিছিলের জন্যে থানায় অভিযোগ প্রসঙ্গে এদিন শুভেন্দু বলেন, শুভেন্দু বলেন, পিসি ভাইপো দুজনেই চোর। আমরাও এই নিয়ে আইনি পথে যাব।