এই মুহূর্তে জেলা

সমবায়ের দুর্নীতির অভিযোগ উঠলো সিপিএমের বিরুদ্ধে।

হুগলি, ২৪ এপ্রিল:- সমবায়ের দুর্নীতির অভিযোগ উঠলো সিপিএমের বিরুদ্ধে। ভদ্রেশ্বর জনপথ কো অপারেটিভ মাল্টিপারপাস সোসাইটি লিমিটেড রয়েছে গভ কলোনীতে। ৪০/৫০ বছর আগে বিল্ডিং তৈরি করেছিল বামফ্রন্ট পৌরবোর্ড। কিন্তু কিভাবে হল, কোথা থেকে টাকা এল, ৩১ টি দোকানের ভাড়া কোথায় যায়, অনেকে ভাড়া নেওয়া হয় না কেন এছাড়া আরও অভিযোগ সিপিএমের এক নেতা প্রবীর পাল দোকানদারদের ভাড়া দিতে বারন করছে কেন,

কেন মিটিং করা হয় না আর কেন হিসেব প্রকাশ্যে আসে না ইত্যাদি অভিযোগ নিয়ে এক আলোচনা সভা হয়ে গেল। এই সভায় বক্তব্য রাখেন কমিটির লোকজন। সব ব্যাপারে শেয়ার হোল্ডারদের অন্ধকারে রেখে কাজ চলছে বলে অভিযোগ করলেন জিবেশ সরকার ও চয়ন ভট্টাচার্য। নতুন কমিটির দাবি জানান শেয়ার হোল্ডাররা। এব্যাপারে তদন্ত করার দাবি জানায় তারা। এ সম্পর্কে সিপিএমের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।