এই মুহূর্তে কলকাতা

ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের উন্নয়নে সিডবির সঙ্গে চুক্তিবদ্ধ হলো রাজ্য সরকার।


কলকাতা, ২৫ এপ্রিল:- ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা সিডবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এরাজ্যের ছোট শিল্পের উন্নয়নের জন্য সুষ্ঠু পরিকল্পনা এবং সহজ শর্তে ও তুলনামূলক কম সুদে ঋণ দেওয়ার শর্তে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর নিখিল নির্মল এবং সিডবি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুদত্ত মণ্ডল এই মর্মে চুক্তি স্বাক্ষর করেছেন বলে নিগমের তরফে জানানো হয়েছে।

চুক্তি অনুযায়ী সিডবি রাজ্য ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের দফতরে একটি আলাদা হেল্প ডেস্ক চালু করবে। সেখানে তাদের কর্মীরা ছোট উদ্যোগপতিদের ব্যবসা সম্প্রসারণ ও ঋণ সংক্রান্ত পরামর্শ দেবেন। কী কী সুবিধা উদ্যোগপতিরা সিডবি’র তরফে পেতে পারেন, বা ঋণ পেতে তাঁদের কী কী করণীয়, সেই ব্যাপারে একটি গাইডলাইনও প্রকাশ করবে সিডবি।