হাওড়া, ১৮ এপ্রিল:- গত শনিবার ডিউটি আসার পথে হাওড়ার শিবপুরের ফোরশোর রোডে ট্রেলারের ধাক্কায় প্রাণ হারিয়েছিলেন হাওড়া সিটি পুলিশের এক কনস্টেবল। সেই ঘটনার পর ফের ট্রেলারের ধাক্কায় প্রাণ গেলো বাইক আরোহী এক যুবকের। সোমবার বিকেলে হাওড়ার আন্দুল রোড দানেশ শেখ লেনে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই যুবকের। স্থানীয় সূত্রের খবর, দানেশ শেখ লেন থেকে বকুলতলা যাওয়ার পথে উল্টোদিক দিয়ে আসা একটি ট্রেলার ধাক্কা মারে ওই বাইক আরোহী যুবককে। এরপর পুলিশ ওই যুবককে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে মৃত যুবকের নাম পরিচয় এখনও জানা যায়নি। ঘাতক ট্রেলারটি আটক করেছে পুলিশ।