হুগলি, ১১ সেপ্টেম্বর:- ডানকুনির দিল্লি রোডের ধারে একটি ব্যাটারি কারখানায় বিধ্বংসী আগুনে ভষ্যিভূত হয়ে গেল কাঁচামাল সহ বেশ কিছু সরঞ্জাম। প্রাথমিক অনুমান কারখানায় ওয়েডলিং এর কাজ চলাকালীন আগুনের ফুলকি থেকেই আগুন লাগে। প্রাথমিক অবস্থায় কারখানার শ্রমিকরাই আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাওয়ায় খবর দেওয়া হয় দমকলে। দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পাশাপাশি ঘটনাস্থলে আসে ডানকুনি থানার পুলিশও। সকাল সাড়ে নটা নাগাদ আগুন লাগে বলে জানা গেছে। তবে আগুন এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়ায় প্রথম অবস্থায় হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। পাশাপাশি অনেক কারখানা থাকায় আগুন যাতে অন্যত্র না ছড়ায় তারই চেষ্টা চালায় তারা। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেনি কারখানা কর্তৃপক্ষ।