হাওড়া, ১৬ এপ্রিল:- হাওড়ার ফোরশোর রোডে পথ দুর্ঘটনায় এক পুলিশ কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে ডিউটি আসার সময় ওই ঘটনা ঘটে। ঘটনার পর ওই পুলিশ কর্মীকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত পুলিশ কর্মীর নাম প্রসেনজিৎ সামন্ত। বাগনানের বাসিন্দা। প্রত্যেক দিনের মতো শনিবার সকালে তিনি কাজে যোগ দিতে আসছিলেন। সেই সময় খালি ট্রেলার তাঁকে ধাক্কা মারে।
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পুলিশ মহলে। গাড়ি সহ চালককে আটক করেছে পুলিশ। শিবপুর থানা সূত্রের খবর, মৃত পুলিশ কর্মীর নাম প্রসেনজিৎ সামন্ত। তিনি হাওড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট কোর্টের সিকিউরিটি ছিলেন। এদিন তিনি ডিউটিতে আসছিলেন। তখনই একটি খালি ট্রেলার ধাক্কা মারে। ফোরশোর রোড গঙ্গা যমুনা কাঁটার সামনে ঘটনাটি ঘটে। ঘাতক ট্রেলার সহ চালক আটক।