এই মুহূর্তে জেলা

আসানসোলে তৃণমূলের ইতিহাস গড়লেন শত্রুঘ্ন সিনহা।


আসানসোল, ১৬ এপ্রিল:- আসানসোলে তৃণমূলের হয়ে ইতিহাস গড়লেন শত্রুঘ্ন সিনহা। তিনি আসানসোলে বিজেপিকে খামোশ করে আসান জয় ছিনিয়ে নিলেন। তিন লক্ষেরও বেশি ভোটে জয়ী হলেন শত্রুঘ্ন। সাতটির মধ্যে ছটি বিধানসভা কেন্দ্রে বিজেপিকে পর্যুদস্ত হতে হল। এমনকী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের নিজের কেন্দ্রেও হারতে হল এবার। আর কুলটিতে বিজেপি জিতল মাত্র ৪৬৬ ভোটে, যেখানে বিজেপি ২০২১-এর ভোটে জয়ী হয়েছিল ৫০ হাজার ভোটে।আসানসোলে কখনও জেতেনি তৃণমূল।

‘৫৭ সাল থেকে মাত্র চারবার কংগ্রেস জিতেছিল আসানসোলে একবার সোশ্যালিস্ট পার্টি জয়ী হয়েছিল, বাকি ১০ বার আসানসোল লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছে সিপিএম তথা বামফ্রন্ট। অর্থাৎ আসানসোল লাল-দুর্গ হয়ে উঠেছিল। প্রথম পরিবর্তন আসে বাবুল সুপ্রিয়র হাত ধরে ২০১৪ সালে। এই প্রথম সেখানে লাল-গেরুয়াদের আধিপত্য খর্ব করে জয়ী হল তৃণমূল। শত্রুঘ্ন সিনহা এদিন তিন লক্ষাধিক ভোটে জিতে প্রশ্ন তুললেন এতদিন এখানে কেন জিততে পারেনি তৃণমূলয। আসানসোলে বিজেপিকে ‘খামোশ’ করে দিয়ে শত্রুঘ্ন বললেন আগেই আসানসোল মমতার হওয়া উচিত ছিল। ভাবনা ঠিক ছিল, জয়ের রাস্তা ঠিক ছিল না। এবার আমরা জয়ের রাস্তা খুঁজে পেয়েছি। আর আমাদের জয়ও আসান বা সহজ হয়েছে।