এই মুহূর্তে জেলা

রাজ্য জুড়ে বিজেপির শহীদ সম্মান যাত্রা কর্মসূচিতে হাওড়ায় এলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ডঃ সুভাষ সরকার।


হাওড়া, ১৭ আগস্ট:- রাজ্য বিজেপির শহীদ সম্মান যাত্রার কর্মসূচিতে যোগ দিতে মঙ্গলবার সকালে হাওড়ায় আসেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ডঃ সুভাষ সরকার। কনভয় নিয়ে সড়কপথে হাওড়া ব্রিজ ধরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এদিন হাওড়া স্টেশনের বাসস্ট্যান্ডের কাছে এলে সেখানে সদর বিজেপি নেতৃত্ব মন্ত্রীকে সম্বর্দ্ধনা দেন। সেখান থেকে গুলমোহর, এসি মার্কেট, ওড়িয়াপাড়া, সালকিয়া চৌরাস্তা হয়ে কৃষ্ণাভবনে আসেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। সঙ্গে বাইকে ছিলেন দলীয় কর্মীরা। কৃষ্ণা ভবনে তাঁকে মাড়োয়ারি সমাজের তরফ থেকে সম্বর্দ্ধনা জানানো হয়। এরপর শিক্ষামন্ত্রী ডঃ সুভাষ সরকার আসেন বেলুড় মঠে। সেখানে মঠের বিভিন্ন মন্দির ঘুরে দেখার পাশাপাশি মহারাজদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন। এখান থেকে তিনি যান বালিখালে।

এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, “শহীদ সম্মান যাত্রায় হাওড়ায় এসেছি। সালকিয়া কৃষ্ণা ভবনে মাড়োয়ারি সমাজের তরফ থেকে অভিনন্দন জানানো হলো। সারা রাজ্য জুড়েই এই শহীদ সম্মান যাত্রা কর্মসূচি হচ্ছে। আমরা মানুষের কাছে এই বার্তা তুলে ধরতে চাই যে আমরা মানুষের সাথে আছি। এখানে যে অত্যাচার হয়েছে, যেসব পরিবারের মানুষ শহীদ হয়েছেন তাদের কাছে আমরা পৌঁছাব।”