হাওড়া, ১৫ এপ্রিল:- বাংলা নববর্ষের পয়লা তারিখেই হাওড়া রেডক্রস হাসপাতালের ইনডোর বিভাগ চালু হলো। করোনার কারণে দেরীতে হলেও বাংলা নববর্ষের প্রথম দিনেই চালু হলো হাওড়া রেডক্রস হাসপাতালের ইনডোর বিভাগ। মূলত শিশু হাসপাতাল হিসেবে গড়ে তোলা হলেও আগামী দিনে এখানে প্রসূতি বিভাগও চালু করার পরিকল্পনা রয়েছে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। শিশুদের জন্যে এনআইসিইউ বিভাগও রয়েছে। রয়েছেন শিশু শল্য চিকিৎসকও। হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসারত সংকটজনক ৫ দিন বয়সের এক শিশুকে তার পরিবারের পক্ষ থেকে এই হাসপাতালেই ভর্তি করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।