এই মুহূর্তে জেলা

বেতন বৃদ্ধি, পুজো বোনাস এবং স্থায়ীকরণের দাবিতে ‘জলসাথী’ কর্মীরা আজ থেকে কর্মবিরতিতে, বিপাকে যাত্রীরা


হাওড়া, ৬ অক্টোবর:- বেতন বৃদ্ধি, পুজো বোনাস এবং স্থায়ীকরণের দাবিতে ‘জলসাথী’ কর্মীরা রবিবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেছেন। এর জেরে বিপাকে পড়েছেন লঞ্চের যাত্রীরা। জানা গেছে, কোনওরকম প্রাথমিক নোটিশ ছাড়াই বেশ কিছু দাবিদাওয়াকে সামনে রেখে ‘জলসাথী’ কর্মীরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন ফেরি পরিষেবা। পুজোর মুখে এর জেরে বিপাকে পড়েছেন লঞ্চের নিত্যযাত্রী সহ সাধারণ মানুষ।

অভিযোগ, দীর্ঘ ৭-৮ বছর ধরে কোনও বেতন বৃদ্ধি হয়নি এই অস্থায়ী কর্মীদের। পাশাপাশি, পুজোর সময় বোনাসের দাবিতে কর্মবিরতিতে নেমেছেন ‘জলসাথী’ কর্মীরা। স্থায়ীকরণেরও দাবি তুলেছেন তাঁরা।