কলকাতা, ১১ এপ্রিল:- পয়লা বৈশাখের দিন থেকে কলকাতা রাজভবন সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। পর্যটন দফতরের উদ্যোগে সেখানে চালু হচ্ছে হেরিটেজ ওয়াক। মানুষ পায়ে হেঁটে ঐতিহাসিক ওই ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখতে পারবেন। তবে কী কী দেখানো হবে সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সম্প্রতি রাষ্ট্রপতি, রাজ্যপালের উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর হাতে রাজভবন-এর প্রতীকী চাবি তুলে দেন৷ তারপর এদিন রাজ্যপাল জানান পয়লা বৈশাখ থেকে হেরিটেজ ওয়াক-এর জন্য খুলে দেওয়া হবে রাজভবন৷ কিছুদিন আগেই রাষ্ট্রপতি ‘সেকেন্দ্রাবাদ রাষ্ট্রপতি নিলয়ম’-কে জনসাধারণের জন্য খুলে দিয়েছেন। তার থেকে অনুপ্রাণিত হয়েই কলকাতার রাজভবনকে জনরাজভবনে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজভবন থেকে ঔপনিবেশিক ঐতিহ্য দূর করার জন্যই এই উদ্যোগ নিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশে সম্মান জানানোই তাঁর উদ্দেশ্য। এছাড়া এবার রাজভবনে বাংলা নববর্ষ পালনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। একাধিক অনুষ্ঠানের মধ্যে সেখানে বাংলার সংস্কৃতি ও কৃষ্টি তুলে ধরা হবে বলে রাজ ভবনের তরফে জানানো হয়েছে। এছাড়া আয়োজিত হবে বাংলা ভাষার উপর আলোচনা সভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ওই অনুষ্ঠানে যোগ দিতে পারেন।পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার পর থেকেই বাংলার সংস্কৃতির ওপর বিপুল আগ্রহ দেখিয়েছেন সি ভি আনন্দ বোস। বাংলা ভাষা শেখার জন্য গত সরস্বতী পুজোর দিন হাতেখড়িও নেন রাজ্যপাল।