এই মুহূর্তে জেলা

জগদীশপুরে পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত ২।


হাওড়া, ১৪ এপ্রিল:- পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে ২ জনের মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে হাওড়ার লিলুয়া থানা এলাকার জগদীশপুরে। পুলিশ জানিয়েছে, স্থানীয় আইন পাড়ার একটি পুকুরে এরা দু’জন স্নান করতে নেমে জলে তলিয়ে যায়। এরা দুজনেই সাঁতার জানত না। পরে স্থানীয়দের সহায়তায় এদের জল থেকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক এদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সূত্রের খবর, মৃতেরা হল হর্ষ পাত্র (১৩) এবং বিশ্বজিৎ মন্ডল (১৭)।