হুগলি, ১১ এপ্রিল:- মুখ্যমন্ত্রীর মুখ টাকে ফিনাইল ও ব্লিচিন দিয়ে পরিষ্কার করা উচিত। হাঁসখালি নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। এদিন হুগলির চন্ডিতলা জনাই জলাপাড়া এলাকায় রামনবমী পুজোয় আসেন। পাশাপাশি ভোট প্রসঙ্গে বলেন, আশা করবো নির্বাচন কমিশন সুষ্ঠ ভাবে ভোট করবেন। সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন শাসক দলের চোখ রাঙানিতে পড়লেও নিজের ধর্ম বিপন্ন করবেন না,
সবাই ঐক্য বদ্ধ থাকুন এবং সবাই বাড়িতে তুলসী মঞ্চ তৈরি করুন, হরিনাম সংকীর্তন করুন যত বেশি করে শাঁখ বাজাবেন যত বেশি করে উলু দেবেন যত বেশি করে সনাতন ধর্ম প্রচার করবেন যত বেশি সনাতন ধর্ম কে জাগ্রত করবেন তাহলে হাঁসখালীর মত ছোট ছোট বাচ্চা মেয়ে ধর্ষণ খুন হয়ে যে ভাবে পাপিতে ভোরে গেছে, সনাতন ঐতিয্য কে ফিরিয়ে আনতে পারলে এই সব ঘটনা থেকে দূরে সরে থাকতে পারবেন।