এই মুহূর্তে জেলা

হেলিকপ্টারে ঘুরতে যাওয়ার টিকিট অনলাইনে কেটে গিয়ে প্রতারিত ব্যবসায়ী।

হুগলি, ৩০ মার্চ:- উত্তরপাড়ার বি কে স্ট্রিটের ব্যাবসায়ী দীপক শর্মা হেলিকপ্টার করে ঘুরতে যাবেন তাই অনলাইনে টিকিট কাটতে গিয়ে প্রতারিত। এই মাসের ২২ তারিখ বৈষ্ণদেবী মন্দিরে ঘুরতে যাবেন ফ্যামিলি নিয়ে। তাই হেলিকপ্টার ভাড়া দেওয়ার সংস্থার সঙ্গে অনলাইনে যোগাযোগ করেন। “শ্রীমাতা বৈষ্ণদেবী সিরিন বোর্ড” নামে ওই সংস্থা যেটি জম্মু-কাশ্মীরের কাটরায় অবস্থিত। হেলিকপ্টার সংস্থার প্রতিনিধি এক যুবক আকাশ সিং এর সঙ্গে হোয়াটসঅ্যাপ এ কথা হয় দীপক শর্মার। আকাশ সিং তাকে ব্যাঙ্কের ডিটেলস পাঠিয়ে সেখানে টাকা দিতে বলেন। চারজনের জন মোট ভাড়া ৬৯২০ টাকা সংস্থার এস বি আই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন দীপক শর্মা।

কয়েকদিন পর ফের টাকা চাওয়া হয় দীপক বাবুর থেকে, টাকা না দিলে টিকিট পাওয়া যাবেনা বলায় সন্দেহ হয়। আর টাকা না দিয়ে দীপক বাবু উত্তরপাড়া স্টেট ব্যাঙ্কের শাখায় গিয়ে গোটা ঘটনা জানান। ব্যাঙ্কের পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হয়, যে অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে সেটি ফ্রড। এর পরে চুঁচুড়া সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট বিভাগে অভিযোগ করেন। দীপক বাবু বলেন কোনো ওটিপি দিইনি। অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছি তাও ফ্রড হয়ে গেলো। একাউন্টে টাকা পাঠিয়েছি তাহলে কেন ব্যাঙ্ক দায়িত্ব নেবে না। পুলিশ বলছে টাকা ফেরত পাওয়া যাবে না। তাহলে অনলাইন লেনদেন কি করা যাবেনা। সঠিক তদন্ত করে পুলিশ ব্যবস্থা নিক যাতে আর কেউ এই ভাবে প্রতারিত না হয়।