হাওড়া, ৪ এপ্রিল:- মিল খোলার দাবিতে ফের সরব হলেন হাওড়া জুটমিলের শ্রমিকরা। চক্রান্ত করে মিল বন্ধ করা হয়েছে এই অভিযোগে হাওড়া জুট মিলের ( হাওড়া মিলস কোম্পানি লিমিটেড ) গেটে সোমবার সকালে বিক্ষোভ দেখায় শ্রমিকরা। মিলে ঢোকার সময় মিলের ম্যানেজারকেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এই মুহুর্তে এই মিলের প্রায় আড়াই হাজার শ্রমিক কর্মহীন। বিদ্যুৎ বিল বকেয়া থাকায় গত ফেব্রুয়ারিতে বিদ্যুতের লাইন কেটে দেয় CESC. এরপর থেকেই সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ দিয়ে মিল বন্ধ করে দেয় মালিকপক্ষ।
