হাওড়া, ৪ এপ্রিল:- এবার বিষধর চন্দ্রবোড়া সাপের আতঙ্ক বালির নিশ্চিন্দার পশ্চিম শান্তিনগর এলাকায়। স্থানীয় বিদ্যাসাগর সরণির বাসিন্দা রামপ্রসাদ দত্তের বাড়ির পাঁচিলের ঠিক বাইরেই সাপটিকে দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় পাঁচ ফুটের চন্দ্রবোড়া সাপ দেখে ত্রাহি ত্রাহি অবস্থা সকলের। রামপ্রসাদবাবু বলেন, রবিবার সকালে প্রথম সাপটিকে আমরা দেখি। এরপর বাড়ির চারপাশে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিই।
কার্বলিকের ঝাঁঝালো গন্ধে সাপটি সেখান থেকে চলেও গিয়েছিল। কিন্তু এরপর সোমবার সকালে ঘুম থেকে উঠে ফের একই জায়গায় সাপটিকে দেখে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়। ভয়ে ঘরের বাইরে বেরতে পারছেন না মহিলা ও শিশুরা। এরপরই বন দফতর এবং নিশ্চিন্দা ও বালি থানায় যোগাযোগ করা হয়। শেষ পাওয়া খবরে জানা গেছে এখনও সাপ উদ্ধার করা যায়নি। বনকর্মীরা ঘটনাস্থলে রওনা হয়েছেন। এদিকে, সাপের আতঙ্কে ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের।