কলকাতা, ৪ এপ্রিল:- চিনা মাঞ্জা থেকে দুর্ঘটনা এড়াতে কলকাতার মা ফ্লাইওভারের সম্পূর্ন অংশের দু’দিকে তারের বেড়া বা কাইট ফেন্সিং লাগানোর জন্য কেএমডিএ-র কাছে প্রস্তাব জমা পড়েছে। কলকাতা পুলিশের তরফে এই মর্মে প্রস্তাব দেওয়া হয়েছে। গত বছর কুড়ি লক্ষ টাকা খরচ করে পরীক্ষামূলকভাবে উড়ালপুলের ৯০০ মিটার অংশে ওই বেড়া দেওয়া হয়। ফলে ওই এলাকায় নতুন কোনও দুর্ঘটনা ঘটেনি বলে দাবি। তবে যে অংশে এখনো বেড়া দেওয়া হয়নি সেখানে এখনো চিনা মাঞ্জা থেকে নিয়মিত দুর্ঘটনা ঘটছে।
প্রশাসনিক সূত্রে খবর চার নম্বর ব্রিজ এবং তপসিয়ার কাছে এই দুর্ঘটনা সবচেয়ে বেশি ঘটছে। বেশিরভাগ ক্ষেত্রেই আহত হচ্ছেন বাইক আরোহীরা।তাই উড়ালপুলের বাকি অংশেও বেড়া দেওয়ার প্রস্তাব করা হয়েছে। গত বছর পুজোর সময় কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়, যে অংশে জাল লাগানো হয়েছিল, সেই অংশে দুর্ঘটনা ঘটেনি। কিন্তু খোলা জায়গাগুলিতে লাগাতার মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে থেকেছে। সেই কারণে এবার কলকাতা পুলিশ দুর্ঘটনার রুখতে গোটা ফ্লাইওভার-এর দু’দিকেই লোহার জাল লাগানোর প্রস্তাব দিল।