কলকাতা, ৪ এপ্রিল:- কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রামপুরহাটের বকটুইয়ে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের সদস্যদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিল বীরভূম জেলা প্রশাসন। নবান্ন থেকে ভার্চুয়ালি ওই নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর উপস্থিতিতেই নিহতদের পরিবারের সদস্যদের হাতে নিয়োগপত্র তুলে দেন জেলাশাসক। রামপুরহাটের বকটুইয়ে গিয়েই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন ক্ষতিগ্রস্তদের পুড়ে যাওয়া বাড়ি মেরামতের জন্য প্রথমে এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দিয়েছিলেন তিনি। পরে তা বাড়িয়ে দু’লক্ষ টাকা করা হয়। এককালীন পাঁচ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণও দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যদের সরকারি চাকরিতে নিয়োগের কথাও ঘোষণা করেছিলেন।
সেই প্রতিশ্রতির ১০ দিনের মধ্যে এদিন মিহিলাল শেখ, হাসিনারা খাতুন, সাবিনা বিবি-সহ মোট ১০ জনের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, তথ্য সংস্কৃতির মত মুখ্যমন্ত্রীর হাতে থাকা বিভিন্ন দফতরেই চাকরি দেওয়া হয়েছে তাঁদের। মুখ্যমন্ত্রী জানান আপাতত এক বছর মাসিক ১০ হাজার টাকা করে বেতন পাবেন প্রত্যেকে। সরকারি চাকরির নিয়ম মতো এক বছর পরে চাকরি পাকা হবে।সরকারি চাকরি যে প্রাণের মূল্য হতে পারে না, তা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আর্থিক ক্ষতিপূরণ কিংবা সরকারি চাকরি কখনও মৃত্যুর বা প্রাণের বিকল্প হতে পারে না। চাকরি দিয়ে বা আর্থিক সাহায্য করলে কখনও মানুষ ফিরে আসে না। অনেকেই গোপনে গিয়ে টাকা দিয়ে ঘটনা নিয়ে নোংরা রাজনীতি করার চেষ্টা চালাচ্ছেন। আমরা তা করিনি। কিন্তু বেঁচে থাকার প্রয়োজনে প্রত্যেককে এগিয়ে যেতে হয়। যাঁরা বেঁচে রয়েছেন, তাঁরা যাতে সম্মানের সঙ্গে বাঁচতে পারেন সেই জন্যই এই পদক্ষেপ।”