কলকাতা, ৪ এপ্রিল:- ভারতের আর্থিক অবস্থা শ্রীলঙ্কার থেকেও খারাপ, বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মূল্য বৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করে তিনি বলেন, শ্রীলংকার পরিস্থিতি অত্যন্ত খারাপ সেখানকার মানুষ বিদ্রোহ শুরু করেছেন। শ্রীলংকার সঙ্গে এদেশে তুলনা হয়না কিন্তু এখানকার পরিস্থিতি তার থেকেও ভয়ঙ্কর বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। মূল্যবৃদ্ধির সমস্যা নিরসনে কেন্দ্রীয় সরকারের সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করা উচিত বলে তিনি মনে করেন।
মুখ্যমন্ত্রী বলেন, পেট্রল, ডিজেলের দাম ১৪ দিনে ১২ বার বেড়েছে। রান্নার গ্যাসের দাম বেড়েছে। অন্যদিকে রেল, সেল, ব্যাঙ্ক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মতো জাতীয় সম্পদ গুলো বিক্রি করে দেওয়া হচ্ছে। বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে কালিদাসের সঙ্গে তুলনা করে তিনি বলেন, যে ডালে বসে আছে সেই ডালটাই কাটছে। বিরোধী দল পরিচালিত রাজ্য গুলিকে সহযোগিতার পরিবর্তে ইডি, সিবিআই পাঠিয়ে বিরক্ত করা হচ্ছে বলেও মুখ্যমন্ত্রী মন্তব্য করেন।