এই মুহূর্তে কলকাতা

প্রাচীন ও ঐতিহ্যবাহী কুনগুলি এবার থেকে সরকারি অনুদান পাবে, জানালেন শিক্ষামন্ত্রী।

কলকাতা, ২১ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার বিভিন্ন জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী স্কুলগুলির তালিকা তৈরি করছে। ইতিমধ্যেই শিক্ষা দফতর শতবর্ষ প্রাচীন স্কুলগুলির তালিকা তৈরির কাজ শেষ করেছে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। বিধানসভায় আজ তৃণমূল কংগ্রেস সদস্য সুকান্ত পালের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানান ইতিমধ্যে দপ্তর ১০০ বছরের স্কুলের তালিকা তৈরি করেছে। ধাপে ধাপে সমস্ত প্রাচীণ ও ঐতিহ্যবাহী স্কুলের তালিকা তৈরি হবে।এরা প্রত্যেকেই সরকারি অনুদান পাবে।

বিধায়ক শঙ্কর ঘোষের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানান স্কুলে ছাত্র শিক্ষক অনুপাত ঠিক করতে রাজ্য সরকার আধুনিক প্রযুক্তির সহায়তা নিচ্ছে। বিভিন্ন স্কুলের ছাত্র শিক্ষক অনুপাত পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়াও প্রত্যাশিত পথে এগোচ্ছে বলে ব্রাত্য বাবু জানিয়েছেন। মিড ডে মিল রান্নার জায়গার সমস্যা মেটাতে সরকার ক্লাস্টার কিচেন তৈরীর ওপর জোর দিচ্ছে বলে তিনি বিধানসভায় জানান।