কলকাতা, ২ এপ্রিল:- বিশেষ গ্রাহক সম্পর্ক অভিযানের জন্য চলতি মাসের রবিবার গুলিতে খাদ্য দফতরের সব কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। আজ এক বিজ্ঞপ্তি জারি করে আজ খাদ্য দফতরের তরফে ছুটি বাতিলের কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, অভিযান চলাকালীন খাদ্য দফতরের কর্মীদের রেশন দোকানে গিয়ে গ্রাহকদের সঙ্গে কথা বলতে হবে।
তাদের অভিযোগ, সমস্যার কথা শুনে সেই মর্মে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, গ্রাহকদের রেশন সামগ্রী সংক্রান্ত তথ্য আগাম এসএমএসের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা চালু হওয়ার পরেও বিভিন্ন যায়গা থেকে রেশন গ্রাহকেরা কম খাদ্য শস্য পাওয়ার অভিযোগ জানাচ্ছেন। তাঁদের সেই অভিযোগ খতিয়ে দেখতেই এই উদ্যোগ।