হাওড়া, ২ এপ্রিল:- বেলুড়ের লালবাবা কলেজে মারপিটের ঘটনায় ধৃতদের শনিবার দুপুরে হাওড়া আদালতে পেশ করে বালি থানার পুলিশ। শুক্রবার ওই কলেজে দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে অশান্তি হয় কলেজের মধ্যেই। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মারধরের ঘটনায় মোট চারজনকে আটক করে বালি থানার পুলিশ। পরে তাদের গ্রেফতার করা হয়। ফের যাতে কোনও অশান্তি না ছড়ায় তারজন্য কলেজের সামনে বসানো হয় পুলিশ পিকেট। মারপিটের ঘটনায় গুরুতর আহত এক ছাত্র চিকিৎসাধীন রয়েছে হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
