এই মুহূর্তে জেলা

রাস্তা পারাপার করতে গিয়ে ম্যাটাডোরের ধাক্কায় হত বৃদ্ধ। উত্তেজনা হাওড়ার জাপানিগেটে।

হাওড়া, ২ এপ্রিল:- রাস্তা পারাপার করতে গিয়ে ম্যাটাডোরের ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধের। শনিবার বিকেলে হাওড়ার জাপানিগেটের কাছে ওই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, হাওড়া আমতা রোডে ম্যাটাডোরের ধাক্কায় ওই ব‍্যক্তির মৃত‍্যু হয়। পরিবার সূত্রে জানা যায় মৃত ব‍্যক্তির নাম লক্ষ্মণ দাস।

বয়স আনুমানিক ৬০ বছর। প্রত‍্যক্ষদর্শীরা জানান, ওই ব‍্যক্তি জাপানিগেটে বাড়ি যাবার জন‍্য যখন রাস্তা পার হচ্ছিলেন তখন দ্রুত গতিতে ছুটে আসা একটি ম্যাটাডোর তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ওই ব‍্যক্তি প্রাণ হারান। এরপর দেহ হাওড়া জেলা হাসপাতালে আনা হয়। পুলিশ ঘাতক গাড়ি ও চালককে আটক করেছে।