কলকাতা , ২৬ এপ্রিল:- রাজ্য বিধানসভা নির্বাচনের সপ্তম দফায় কলকাতা দক্ষিণের চারটি আসন, রাসবিহারী, বালিগঞ্জ, ভবানীপুর ও কলকাতা বন্দরের বারোশো চুয়ান্নটি বুথে সকাল থেকেই কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভোটগ্রহণ চলেছে। করোনা অতিমারীর লাগামহীন সংক্রমণের প্রেক্ষিতে মাস্ক ব্যবহার, হাত স্যানিটাইজ করা এবং থার্মাল স্ক্রিনিংয়ের পাশাপাশি নিরাপদ দূরত্ব বিধি বজায় রাখতে ভোটারদের সাদা গোল দাগের মধ্যে দাঁড় করানো হচ্ছে। অনেক বুথে কেন্দ্রীয় বাহিনী এবং আশাকর্মীদের মাস্কের সঙ্গে ফেসশিল্ড ব্যবহার করতে দেখা গেছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সুনিশ্চিত করতে তেষট্টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছাড়াও রয়েছে কলকাতা পুলিসের বিশেষ দল। নাকা চেকিংয়ের পাশাপাশি ট্র্যাফিক সার্জেন্টরা ভোটমুখী গুরুত্বপূর্ণ এলাকায় বাইক নিয়ে টহল দিচ্ছেন।
উচ্চপদস্থ পুলিসকর্তাদেরও দেখা গেছে রাজপথে। সকালের দিকে ভোটগ্রহণ শান্তিপূর্ণ থাকলেও বেশ কিছু জায়গা থেকে বিক্ষিপ্ত গোলমালের খবর মিলেছে। বালিগঞ্জের পেয়ারাবাগানে বিজেপিকে ক্যাম্প করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এছাড়াও দলের এক মন্ডল সভাপতিকে গ্রেপ্তারের অভিযোগকে কেন্দ্র করে বিজেপি প্রার্থী লোকনাথ চট্টোপাধ্যায় সকালে থানায় গেলে পুলিসের সঙ্গে তাঁর বচসা বাধে। রাসবিহারী কেন্দ্রে বুথে ঢুকতে গেলে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমারকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাধা দেয় বলে অভিযোগ। কমিশনের নির্দেশ সত্বেও তাঁকে ফের বাধা দেওয়া হলে শাসক দল কমিশনে পুনরায় অভিযোগ জানায়। এরপরই ঘটনাটি খতিয়ে দেখার পাশাপাশি রাজ্য পুলিসের এডিজি আইনশৃঙ্খলাকে কমিশন নির্দেশ দেয় এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তা সুনিশ্চিত করতে।