এই মুহূর্তে কলকাতা

বিকল্প শক্তির উৎপাদন বাড়াতে যৌথ উদ্যোগ গ্রহণ।

কলকাতা, ২ এপ্রিল:- বিকল্প শক্তির উৎপাদন বাড়াতে দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি-ন্যাশনাল থারমাল পাওয়ার কর্পোরেশন এনটিপিসির সঙ্গে একটি যৌথ উদ্যোগ গ্রহণ করছে। দুই সংস্থা যৌথভাবে রাজ্যে ডিভিসির অধীনে থাকা এলাকাগুলিতে পুনর্নবী করণযোগ্য বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে তুলবে। এই মর্মে চলতি সপ্তাহে ডিভিসি এবং এনটিপিসির

মধ্যে একটি সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়েছে। ওই সমঝোতা পত্র অনুযায়ী প্রকল্পের আওতায় বিভিন্ন এলাকায় পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন পার্ক গড়ে তোলা হবে। এই প্রকল্পের ৪৯ শতাংশ অংশীদারি ডিভিসির এবং এনটিপিসির হাতে থাকবে ৫১ শতাংশ। ডিভিসি আরেকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে নিজেদের জমিতে দু হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার জন্য ইতিমধ্যেই চুক্তি স্বাক্ষর করেছে।