এই মুহূর্তে কলকাতা

ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে , ছাত্রীর অভিযোগে গ্রেপ্তার শিক্ষক।

কলকাতা, ২ এপ্রিল:- সল্টলেক একটি কোচিং সেন্টারে আইপিএস আইএএস পড়াশোনা নিয়ে একটি কোচিং সেন্টার চলত সেখানে প্রিযস সিং সেঙ্গার একজন শিক্ষক কোচিং ক্লাস নিতো সেই শিক্ষক প্রিযস সিং এক ছাত্রীকে জানায় তাকে আলাদা করে ক্লাস নেবে তার জন্য শিক্ষকের সিকে ব্লকের বাড়িতে আসতে হবে এরপরে রাজি হলে তাকে বলে সল্টলেক সিকে১১৪ নাম্বার শিক্ষকের বাড়ি ওই তরুণী ছাত্রী যখন আসে ১১/১২/২১ সালে এরপরেই ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ এবং সে জানতে পারে এটি একটি গেস্ট হাউস পাশাপাশি তার অশ্লীল ছবি তুলে রাখা হয় বলে অভিযোগ।

এবং ছাত্রীকে শিক্ষক বলে কাউকে জানালে এই ছবি ভাইরাল করে দেবে এর পরেই তরুণী ছাত্রী বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়ে পরবর্তী সময়ে পরিবারের লোককে বিষয়টি জানালে ১৫/০২/২২ সালে বিধান নগর মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বিধান নগর মহিলা থানার পুলিশ এর পরেই ঐ শিক্ষকের ফোনের নাম্বারে সূত্র ধরে মধ্য প্রদেশ থেকে গ্রেপ্তার করে আজ তাকে বিধাননগর আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে।