হাওড়া, ২৪ মার্চ:- রামপুরহাট গণহত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী রামপুরহাটের বগটুই গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন। হাওড়া ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে এদিন দুপুরে রওনা দেন তিনি। গতকালই তিনি ঘোষণা করেছিলেন আজকের নির্ধারিত সময়ে তিনি যাবেন রামপুরহাটে বগটুই গ্রামে।
যেখানে এই ঘটনাটি ঘটেছে সেখানে তিনি পরিদর্শন করবেন। এমনকি সেই গ্রামের বাসিন্দাদের সঙ্গে দেখা করবেন। এছাড়াও যারা হাসপাতালে ভর্তি আহতদের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাঁর।