হুগলি, ২৪ মার্চ:- হিন্দমোটরের এক স্বেচ্ছাসেবী সংস্থা বাচ্চাদের নিয়ে কাজ করে। তাদের কাছে উত্তরপাড়া মাখলার এক তরুনী তার বোনকে নিয়ে গিয়ে নির্যাতনের ঘটনার কথা জানান। দুই বোনের মা তাদের কাছে থাকে না।বড় বোন মাখলায় কাকার কাছে থাকে। ছোটো মেয়েকে নিয়ে মুম্বাইতে কিছুদিন ছিল তার বাবা। দিন পনের আগে ফিরে এসে মেয়েকে বাবা অধ্যাপকের বাড়িতে দিয়ে চলে যান। নাবালিকার অভিযোগ তার উপর যৌন নির্যাতন চালিয়েছেন ওই অধ্যাপক। সে ক্লাস এইট পর্যন্ত পড়েছে। ডিস্টেন্সে পড়ার প্রস্তুতি নিচ্ছিল। গত এক সপ্তাহ ধরে অধ্যাপক তার উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। স্বেচ্ছাসেবী সংস্থা নাবালিকাকে নিয়ে প্রথমে উত্তরপাড়া থানায় যায়।
সেখান থেকে শ্রীরামপুর মহিলা থানায় নিয়ে যায়।নবালিকা অভিযোগ দায়ের করার পরেই পুলিশ বুধবার রাতে অধ্যাপককে কলেজ ক্যাম্পাসে ম্যাক হাউস থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত যদিও তার বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবী মেয়েটির বাবা তার বন্ধুর পরিচিত। সে তার কাছে রেখে গিয়েছিল মেয়েকে পড়াশোনা করানোর জন্য। তার নিজের পরিবার রয়েছে সেখানেই এক সঙ্গে থাকত নাবালিকা। কেন তার বিরুদ্ধে এধরনের অভিযোগ করা হল তা তার জানা নেই। পুলিশ হঠাৎ তাকে ধরে নিয়ে আসে। অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে পকসো আইন ও ৩৭৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে আজ শ্রীরামপুর আদালতে পেশ করে পুলিশ।