সুদীপ দাস, ৮ মার্চ:- নার্শারির শেড তৈরী করার সময় ১১ হাজার ভোল্টের সাথে বিদ্যুৎস্পৃষ্ট তরুন যুবক। ঘটনায় গুরুতর জখম অবস্থায় ওই যুবক চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি। জখম ওই তরুনের নান অমিত সরকার (২২)। অমিতের বাড়ি হুগলীর বলাগর থানার জিরাট পরানপুর গ্রামে। ওই গ্রামেই একটি নার্শারির শেড তৈরী করছিলো জনা কয়েক যুবক। তাঁদের মধ্যেই ছিলেন অমিত।
প্রায় ১০ ফুট উঁচু ওই শেডের উপরে ছিলো ১১ হাজার ভোল্টের তার। সেই তারই অমিতের মাথায় ঠেকে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যুতের ঝলকানি। শেডের উপরেই পরে যায় অমিত। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে জিরাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পরে চুঁচুড়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়।