এই মুহূর্তে জেলা

হাওড়া পুরনিগম এলাকাতেও শুরু হলো ‘ভ্যাক্সিনেশন অন হুইলস’ কর্মসূচি।

হাওড়া, ৮ মার্চ:- মঙ্গলবার থেকে হাওড়া পুরনিগম এলাকাতেও শুরু হলো ‘ভ্যাক্সিনেশন অন হুইলস’ কর্মসূচি। হাওড়া পুরসভায় এদিন এক অনুষ্ঠানে এর সূচনা করেন পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী। এই কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, এদিনের প্রোগ্রামের নাম ‘ভ্যাকসিনেশন অন হুইলস’। একটি স্বচ্ছাসেবী সংগঠনকে সঙ্গে নিয়ে রাজ্য সরকার বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠান করছে। হাওড়াতেও হয়েছে এই অনুষ্ঠান। ওই এনজিও সংস্থা তাদের ৬টি গাড়ি দিয়েছে। এছাড়াও ড্রাইভার এবং ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছে। ভ্যাকসিন দেবে পুরনিগম। হাওড়া পুরনিগমের রিমোট এলাকায় বয়স্ক এবং বিশেষভাবে সক্ষমদের ভ্যাকসিন দেবে তারা। ফার্স্ট সেকেন্ড বা বুস্টার ডোজ সব ধরনের ডোজ তারা দেবে।

দুয়ারে ভ্যাকসিনের মতোই হবে ভ্যাকসিনেশন অন হুইলস কর্মসূচি। উল্লেখ্য, হাওড়া পুরসভার উদ্যোগে দুয়ারে ভ্যাক্সিনেশনের কাজ চলছিল। এবার সেই কাজকে আরও তরান্বিত করা হল। হাওড়া পুরসভা ও কেয়ার ইন্ডিয়া বলে একটি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে মঙ্গলবার হাওড়া পুরসভা থেকে শুরু হয়েছে এই দুয়ারে ভ্যাক্সিনেশনের কাজ। হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে হাওড়া পুরসভা ও কেয়ার ইন্ডিয়ার যৌথ উদ্যোগে এবার মানুষের বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাবে ভ্যাকসিন।  এরকম ছটি গাড়ি ঘুরবে ভ্যাকসিন নিয়ে হাওড়ার বিভিন্ন জায়গায়। কেয়ার ইন্ডিয়ার তরফে জানা গেছে, হাওড়ার বিভিন্ন প্রান্তে ঘুরবে এই গাড়ি। এমনকি সেখানে ক্যাম্পও করা হয়েছে। শুধু হাওড়ায় নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই শুরু হয়েছে এই কর্মসূচি। চলবে ৩০ মার্চ পর্যন্ত।