হুগলি, ৬ মার্চ:- রিষড়া বাঙুর পার্ক এলাকায় পোষাক বিপনি ছিল সন্দিপন ঘোষের। সন্দিপন তৃনমূল কর্মি। তার দিদি অর্পিতা ঘোষের অভিযোগ প্রমোটার সুনীল দাগার লোকজন রাতের অন্ধকারে দোকান ভেঙে দেয়। দোকানের জিনিস পত্র লুট করে। বাড়ির মালিক প্রমোটারকে জমি বেচে দেয়। সেখানে ভাড়ার দোকান ছিল সন্দিপনদের।
দোকান ঘর নিয়ে কোনো চুক্তি হয়নি বা চুক্তিতে রাজি হননি তাই এর আগেও উচ্ছেদের হুমকি দিত বলে অভিযোগ সন্দিপনের। বিজেপি এবার রিষড়ার দুটি ওয়ার্ডে জয়ী হয়েছে। তার মধ্যে ১১ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছে বিজেপির শসি সিং। তার মদতেই উচ্ছেদ বলে অভিযোগ। যদিও বিজেপির কাউন্সিলর বলেন, বিষয়টি তার জানা ছিল না। তিনি জানার পর খোঁজ নিয়ে দেখেছেন। এতে বিজেপির কোনো যোগ নেই।