এই মুহূর্তে জেলা

ভোটে জেতার পর বাড়ি বাড়ি ঘুরে মিষ্টিমুখ করালেন বিশ্বজিৎ।

আরামবাগ, ৬ মার্চ:- আরামবাগ পৌরসভার একটি মাত্র ওয়ার্ডে গেরুয়া ঝড়। ১৯ ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে বিশ্বজিৎ ঘোষ জয়লাভ করে কাউন্সিলার হন। এদিন জয়লাভের পর প্রথম ১৯ ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে দেখা করলেন বিজেপি কাউন্সিলার বিশ্বজিৎ ঘোষ। পাশাপাশি প্রতিটি বাড়ির সদস্যদের মিষ্টি মুখ করান বিজেপি কর্মীরা। তারপর ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার হিসাবে এলাকার মানুষের নানা সমস্যার কথা শোনেন এবং নতুন পৌরবোর্ড গঠন হবার পর সেই সব সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দেন।

যাতে করে এলাকার মানুষের সুবিধা হয়।এই বিষয়ে স্থানীয় এক মহিলা অনিমা সোম জানান, নতুন কাউন্সিলার দেখা করতে এসেছেন খুবই ভালো লাগছে। দুঃসময়ে যাতে উনি কাছে থাকেন সেই কথা জানালাম। সুমিত্রা সাঁতরা নামে আর এক মহিলা জানান, আগে কাউন্সিলার কাজ করুক তবেই ভালো বলবো। আগে তো কিছুই কাজ হয়নি। এইজন্য তো এলাকার মানুষ কাউন্সিলার পরিবর্তন করেছে। অপরদিকে সদ্য জয়ী বিজেপি কাউন্সিলার বলেন, এই ওয়ার্ডের মানুষের কাছে নেতা হিসাবে আসিনি। সন্তান হিসাবে এসেছি। মানুষ একমাত্র ১৯ নম্বর ওয়ার্ড গনতান্ত্রিক ভোট হয়েছে। বিজেপি জিতেছে। তাই মানুষকে মিষ্টি মুখ করানোর পাশাপাশি আশীর্বাদ নিতে এসেছি।