সুদীপ দাস, ২৮ ফেব্রুয়ারি:- ভোট মিটতেই্রবিবার গভীর রাতে সিপিএমের এক বুথ এজেন্টের দোকান ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়ার রবীন্দ্রনগর মোড়ে। চুঁচুড়া পুরসভার ১৫নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বপন হালদার দীর্ঘদিন ধরেই বাম রাজনীতির সাথে যুক্ত। সিপিএম কর্মী স্বপনবাবু রবিবার ভোটের দিন চুঁচুড়ার ১৫নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থীর বুথ এজন্ট হয়েছিলেন। রবীন্দ্রনগরের কাছে রাস্তার পাশে স্বপনবাবুর একটি পরোটার দোকান রয়েছে। দোকানটির অবস্থান চুঁচুড়ার ১৬নম্বর ওয়ার্ডে। রবিবার ভোট মেটার পর স্বপনবাবু বাড়িতেই ছিলেন। সোমবার সকালে দোকানে এসে দেখেন তাঁর দোকানটিতে ভাঙচুর করা হয়েছে। টিনের ওই দোকানের বিভিন্ন অংশ কাটা হয়েছে। দলীয় কর্মীদের কাছ থেকে খবর পেয়েই এদিন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ফোন করে ভয় না পাওয়ার আশ্বাস দেন।
বিকেলে ওই দোকানের সামনে দলীয় কর্মীদের নিয়ে এসে এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন তিনি। বিধায়ক বলেন নিজের পছন্দসই রাজনীতি করার অধিকার রয়েছে সকলের। তবে সেজন্য ভিন্ন রাজনীতি করার অপরাধে কাউকে আক্রান্ত হতে হবে এটা মানা যায়না। তাই খবর পেয়েই আমি এখানে এসে দলীয়ভাবে প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি পুলিশকে বলছি যাতে দোষীরা তৃণমূলের লোক হলেও যেন রেয়াত করা না হয়। অন্যদিকে এবিষয়ে দোকান মালিক স্বপন হালদার বলেন কে বা কারা আমার দোকান ভেঙেছে তা আমি বলতে পারবো না। তবে এটা রাজনৈতিক ঘটনাও হতে পারে। যদিও এই ঘটনা ঘটার পর অন্য দলের বিধায়কের পাশে দাঁড়ানোয় তিনি আপ্লুত। তিনি অনেকটাই আতঙ্ক মুক্ত বলে জানান। এদিন ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্তে নেমেছে চুঁচুড়া থানার পুলিশ।