এই মুহূর্তে জেলা

কোন্নগরে আক্রান্ত বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্যকে দেখতে শুভেন্দু অধিকারী।

হুগলি, ২৮ ফেব্রুয়ারি:- উত্তরপাড়ায় শুভেন্দু অধিকারীর কনভয় আটকে গো ব্যাক স্লোগান কালো পতাকা নিয়ে বিক্ষোভ তৃণমূলের। ভোটের আগের রাতে আক্রান্ত হন কোন্নগরের বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য। তিনি হিন্দমোটের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন। তাকে দেখতে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পরেন বিরোধী দলনেতা। পুলিশ বিক্ষোভ হটিয়ে তাকে বের করে দেয়। শুভেন্দু বলেন, রোজই এরকম করে, দশটা বিশটা লোক থাকে পঞ্চাশটা পুলিশ থাকে ওদের কে আটকায়। আমি ছবি তুলি। আজকেও তুলে রেখেছি। কোর্টে মামলা আছে। আমরাই রাজ্য চালাব। তখন ছবিগুলো বের করব। সবকটাকে ভেতরে ঢোকাবো।

দশ হাজার সাতশ ষাটটা বুথে ভোট হয়েছে তার মধ্যে দশ হাজার বুথে ভোট লুট হয়েছে। দুটো বুথে রিপোল করেছে। সেখানে ভারতীয় জনতা পার্টি পোলিং এজেন্ট পাঠাবে। আমি বিরোধী দলনেতা অন্য বিরোধী দলকেও অনুরোধ করব এজেন্ট না পাঠাতে। দশ হাজার বুথ লুট করেছে আরো দুটো লুট করতে দিন। যোগ বিয়োগ হিসাব খুব তাড়াতাড়ি হয়ে যাবে বেশি বাকি নেই। পুলিশ দিয়ে ভোট লুট করানো হয়েছে।এটা পুলিশের ভোট হয়েছে। পুলিশ দুষ্কৃতিদের আগে পিছে করে নিয়ে গেছে। কৃষ্ণা ভট্টাচার্যকে দেখে বেরোনোর সময় উত্তরপাড়া থানার আই সি পার্থ সিকদারকে শুভেন্দু বলেন, দয়াকরে গ্রেফতার করুন।আমাদের যেন হাইকোর্ট যেতে না হয়।এটাকে রাজনৈতিক ভাবে না দেখে মানবিক ভাবে দেখুন।আমি বিরোধী দলনেতা হিসাবে বলে গেলাম। এরপর না হলে হাইকোর্টে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করব।