কলকাতা, ২৩ ফেব্রুয়ারি:- ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে সরকারি তথ্য ভান্ডারের সুরক্ষার লক্ষ্যে রাজ্য সরকার এবার ত্রিস্তরীয় পঞ্চায়েত কর্মীদের প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নিতে চলেছে। চলতি বছরেই রাজ্যের কুড়ি হাজার পঞ্চায়েত কর্মী কে বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে। এর নাম দেয়া হয়েছে বেসিক সাইবার সিকিউরিটি এন্ড হাইজিন প্রাক্টিস। তথ্যপ্রযুক্তি দপ্তরের সাইবার সিকিউরিটি সেন্টারকে এই প্রশিক্ষণের দায়িত্ব দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে।
পঞ্চায়েতে কর সংগ্রহ জন্ম মৃত্যুর সার্টিফিকেট 100 দিনের কাজের প্রকল্প আবাস যোজনা র মতো বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প সম্পর্কিত তথ্য তৈরি করার লক্ষ্যেই এই প্রশিক্ষণ দেয়া হবে। কেন্দ্রীয় সরকারও এ ধরনের প্রকল্পের বিস্তারিত তথ্য সরাসরি অনলাইনে র মাধ্যমে পঞ্চায়েত থেকে সংগ্রহ করতে চাইছে বলে জানা গেছে। তথ্যপ্রযুক্তি দপ্তর সূত্রে জানা গেছে ২৩ টি জেলা পরিষদ ৩৪২ টি পঞ্চায়েত সমিতি এবং ৩ হাজার ৬০০ টি গ্রাম পঞ্চায়েতের কর্মীদের প্রশিক্ষণ দেয়া হবে।