হাওড়া, ২৮ অক্টোবর:- করোনাকালে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল স্কুল, কলেজ সহ রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান। শিলিগুড়ির প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ১৫ নভেম্বর থেকে স্কুল, কলেজ খোলা হবে। সেইমতো কোভিড বিধি মেনে দীর্ঘদিন পর খুলতে চলেছে স্কুল। স্কুল খোলার আগে তৎপরতা শুরু হয়েছে হাওড়াতেও। স্কুলে চলছে স্যানিটাইজেশনের কাজ। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর স্কুল খোলার বিষয়ে তৎপর হাওড়ার বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ। মধ্য হাওড়ায় শ্রীরামকৃষ্ণ শিক্ষালয়ে বর্তমানে চলছে স্যানিটাইজেশনের কাজ। কোভিড বিধি মেনে স্কুল চলার উপযোগী সমস্ত ব্যবস্থাপনা ও প্রস্তুতি খতিয়ে দেখছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। স্কুল খোলার বিষয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণাকে সমর্থন জানাচ্ছেন অভিভাবক থেকে ছাত্র সকলেই।
পাশাপাশি অভিভাবক থেকে ছাত্ররা প্রত্যেকেই বিগত দু’বছরের অনলাইনে পড়াশোনা এবং সরাসরি স্কুলে উপস্থিত থেকে শিক্ষকদের সামনে থেকে পঠনপাঠনের মধ্যে তফাৎও তুলে ধরেন তাঁদের বক্তব্যে। তবে কোভিড পরিস্থিতির মধ্যে নিজেদের নজরদারির আওতায় থাকা তাঁদের সন্তানরা আবার স্কুলে গিয়ে পড়াশোনা করবে এবং অভিভাবকদের গোচরের বাইরে থাকবে পড়ুয়ারা। সেক্ষেত্রে পড়ুয়ারা কোভিড বিধি কতটা মেনে চলবে তা নিয়ে তাঁরা খানিকটা চিন্তিত। তবে স্কুলের প্রধান শিক্ষক জানান, সমস্ত কোভিড বিধি মেনে স্কুলে পড়াশোনা চালু করা হবে এবং তা গুরুত্ব সহকারে পালন করা হবে । তার জন্য যা কিছু করণীয় তা স্কুল কর্তৃপক্ষ পালন করে চলার চেষ্টা করবে। তবে অভিভাবক থেকে স্কুল কর্তৃপক্ষের দাবি স্কুল পড়ুয়াদের টিকাকরণ হওয়াটাও জরুরি।