এই মুহূর্তে জেলা

সাইকেল চুরি করে পালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো ‘চোর’।

হাওড়া, ১৪ ফেব্রুয়ারি:- হাওড়া জেলা হাসপাতালে গাড়ি পার্কিং এলাকায় ঢুকে সাইকেল চুরি করে পালাতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি। সোমবার বিকেলে ওই ঘটনা ঘটে। গাড়ি পার্কিং এর দায়িত্বে থাকা বিনোদ সিং এদিন হাতেনাতেই সাইকেল চুরির অপরাধে ওই ব্যক্তিকে ধরেন। এরপর হাওড়া থানায় খবর দিলে পুলিশ এসে চুরির অভিযোগে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।

অভিযোগ, হাওড়া জেলা হাসপাতাল চত্বর থেকে এর আগেও বহুবার সাইকেল চুরির ঘটনা ঘটেছে। কিন্তু হাতেনাতে কাউকে এতদিন ধরা যায়নি। সোমবার বিকেলে সাইকেল চুরি করতে এসে ওই ব্যক্তিকে ধরা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ধৃত ব্যক্তি জানিয়েছেন তিনি নেশার টাকা জোগাড় করার জন্যই সাইকেল চুরির অপরাধ করেছেন।