এই মুহূর্তে জেলা

থানার অদূরেই চলছে অবৈধ ভাবে গাড়িতে এলপিজি ভরার কাজ।

সুদীপ দাস, ১৪ ফেব্রুয়ারি:- মগরা থানার অদূরে একটি টোটো সারাইয়ের দোকানে অবৈধভাবে চলছিলো গাড়িতে এলপিজি ভরার কাজ। গোপন সূত্রে খবর পেয়ে হুগলী গ্রামীন পুলিশের ডিএসপি ডিইবি নিমাই চৌধুরীর নেতৃত্বে মগরা থানার হানা। হাতেনাতে পাকড়াও দোকান মালিক বছর আটচল্লিশের সেখ আখতার আলি। সেখ আখতার মগরা থানার নাকসা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। দোকান থেকে উদ্ধার এলপিজি গ্যাস ভরার ইলেকট্রনিক যন্ত্র সহ ৯টি রান্নার ডোমেস্টিক সিলিন্ডার ভর্তি একটি মারুতি ভ্যান।

মারুতি ভ্যানটি আখতারের বলেই দাবী করে সে। যাবতীয় জিনিসপত্র সহ আটক করার পাশাপাশি দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। সেখ আখতারকে আটক করে মগরা থানায় নিয়ে আসা হয়। আখতারের দাবী দিন ২৫ধরে সে এলপিজি ডেলিভারি ম্যানদের থেকে বেশী দামে ডোমেস্টিক সিলিন্ডার কিনে গাড়িতে ভরার কাজ করতো। ডিএসপি ডিইবি নিমাই চৌধুরী বলেন আমরা গোপন সূত্রে খবর পেয়ে সেখ আখতারকে হাতেনাতে ধরেছি। নির্দিষ্ট অভিযোগ দায়ের করে সেখ আখতারকে প্রথমে গ্রেফতার করে তারপর মামলা রুজু করবো।