হুগলি, ৫ জানুয়ারি:- সন্দেশখালিতে ইডির আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর ওপর আক্রমণের প্রতিবাদে শেওরাফুলিতে বিজেপির রাস্তা অবরোধ রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে যান ইডির আধিকারিকেরা সেখানেই কেন্দ্রীয় বাহিনীদের ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসী।
সেখানে ইডির আধিকারিকদের গাড়িও ভাঙচুর করা হয়। সেই ঘটনার প্রতিবাদে শেওড়াফুলি উদয়নের সামনে জি টি রোডের ওপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির কর্মী সমর্থকরা। ফলে অবরুদ্ধ হয়ে পড়ে জিটি রোড। মোতায়েন করা হয় পুলিশ বাহিনী।অবরোধ তুলতে পুলিশের সঙ্গে ধস্তা ধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের।