এই মুহূর্তে জেলা

নিজে জিতলেও এগিয়ে সহধর্মিনী, ভ্যালেন্টাইনে জোড়া হাসি অশোক “পুত্র-বধুর”!

সুদীপ দাস, ১৪ ফেব্রুয়ারি:- ভ্যালেন্টাইনের দিনেই জোড়াহাসি তৃণমূলের দম্পতি প্রার্থীর। স্বামীর ব্যাবধান ৬০০শো টপকে ১৭০০-য় পৌঁছে গেলেন স্ত্রী। গণনা কেন্দ্র থেকে বেড়িয়ে দু’জনের দু’হাতের আঙুল তখন জয়ের ইঙ্গিত করছে। বাইরে নেরোতেই অপেক্ষারত কর্মীদের দিকে এগিয়ে যান তিনি। কর্মীরা দাদা-বৌদিকে কাছে পেয়ে সবুজ আবীরে রাঙিয়ে দিলেন। সোমবার চন্দননগর পুরনিগম সবুজে রঙীন হলেও এদিন কিন্তু তৃণমূল দম্পতির রঙীনের কাছে সব যেন কিছুটা হলেও ম্লান হলো। কারন আজ ভালোবাসার দিন “ভ্যালেন্টান’ ডে”! চন্দননগর পুরনিগম নির্বাচনে এবার একমাত্র “ভ্যালেন্টাইন প্রার্থী” হলেন চন্দননগরের প্রাক্তন বিধায়ক অশোক সাউয়ের পুত্র শুভজিৎ সাউ এবং পুত্রবধু ঋতুপর্ণা সাউ।

ঋতুপর্না ১২নম্বর ওয়ার্ড এবং শুভজিত্র ১৩নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে বিজয়ী হলেন। শুভজিতের ব্যাবধান ৬০০-র বেশী হলেও ঋতুপর্না ১৭০০-র বেশী ভোটে জয়ী হয়েছেন। দুজনেই এদিন একইসাথে চন্দননগর কানাইলাল বিদ্যামন্দির থেকে হাসিমুখে বেড়িয়ে এলেন। ভ্যালেন্টাইনে স্বামী-স্ত্রী কি করছেন? এই প্রশ্নে দুজনের মুখে থাকা জয়ের হাসিতে লাজুক রং লাগলো। লাজুক মুখে ঋতুপর্না জানালেন আজ কর্মীদের সাথেই ভ্যালেন্টাইন হবে। আর শুভজিৎবাবু বললেন আপাতত কর্মীদের সাথে থাকবো। এরপরই ঋতুপর্নার দিকে তাকিয়ে শুভজিত বললেন সন্ধ্যার পর সময় হলে একটু স্ত্রীকে নিয়ে বেরনোর ইচ্ছা আছে এরপরই দুজনের মুখে ভ্যালেন্টাইনের মিষ্টি হাসি।