এই মুহূর্তে কলকাতা

তৃণমূল নেতা খুনের তদন্তে পুলিশের গাফিলতির অভিযোগ তুলে সিআইডি তদন্তের দাবি পরিবারের।


কলকাতা, ৩০ নভেম্বর:- নদীয়ায় তৃণমূল কংগ্রেস নেতা মতিরুল ইসলামের খুনের ঘটনার তদন্তে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে নিহত নেতার পরিবার সিআইডি তদন্তের দাবি তুলেছে। বিধানসভায় আজ পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করেন মতিরুলের স্ত্রী রীণা খাতুন বিশ্বাস। তার আগে সাংবাদিকদের বলেন, ওই ঘটনা নিয়ে মুর্শিদাবাদ ও নদিয়া জেলা পুলিশ দায় ঠেলাঠেলি করছে। মুর্শিদাবাদ জেলা পুলিশের কাছে গেলে তাঁরা বলেন নদীয়া জেলা পুলিশের কাছে যেতে। নদীয়া জেলা পুলিশের কাছে গেলে তাঁরা বলেন মুর্শিদাবাদে যেতে। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে, তদন্ত হচ্ছে না।

সেকথা তিনি মন্ত্রীকে জানিয়েছেন। মন্ত্রী তাকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। গত ২৪ তারিখ নদীয়ার তেহট্ট থেকে মুর্শিদাবাদ জেলার নওদা যাচ্ছিলেন মতিরুল ইসলাম। তখন তাঁকে খুন করা হয়। অভিযোগ, সেসময় তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা পালিয়ে যায়। মতিরুলের স্ত্রী রীণা খাতুন বিশ্বাস নারায়ণপুর-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান৷ তিনি জানিয়েছেন, খালেক কবিরাজ ওরফে রাজকুমার, পিঙ্কু মন্ডল, হাবিব শেখদের বিরুদ্ধে তাঁর অভিযোগ। তাঁরা এই খুনের ঘটনায় জড়িত। ঘটনায় সাংসদ মহুয়া মৈত্রের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।