এই মুহূর্তে জেলা

প্রায় বিরোধী শূন্য চন্দননগর, জয়জয়কার তৃণমূলের, বিজেপিকে পিছনে ফেলে বামেরা দ্বিতীয় !

সুদীপ দাস, ১৪ ফেব্রুয়ারি:- ৩১ আসনে জয়লাভ করে তৃতীয় বারের জন্যে চন্দননগর পুর নিগমে পুনরায় দখল কায়েম রাখলো তৃণমূল কংগ্রেস। অনেক চেষ্টা করেও পুর নিগমের একটি ওয়ার্ডেও খাতা খুলতে পারলো না বিজেপি। বিরোধী দল হওয়ার স্বপ্ন অধরাই রয়ে গেল। দ্বিতীয় স্থান দখল কিরলে বাম প্রার্থীরা, তৃতীয় স্থানে পৌঁছলো বিজেপি।

গত পুর নির্বাচনের ফলাফল অনুযায়ী ৮ টি বাম প্রার্থী এবং একটি বাম সমর্থিত নির্দল নিয়ে মত ৯ আসন দখলে ছিল বামেদের। একটি ওয়ার্ড দখলে ছিল বিজেপির। এবারে তা কে দাঁড়ালো মাত্র ১ টি ওয়ার্ডে। ১৬ নম্বর ওয়ার্ডে জয়লাভ করলো সিপিএম প্রার্থী অভিজিৎ সেন। গত নির্বাচনে ২৬ নম্বর ওয়ার্ড দখলে থাকলেও এবারের নির্বাচনে কোনও ওয়ার্ডেই আর খাতা খুলতে পারলো না বিজেপি।

ফলাফল অনুসারে কোনও ওয়ার্ডে দ্বিতীয় স্থানে উঠে এলো না বিজেপি প্রার্থীর নাম। সর্বত্রই তৃতীয় হয়ে ব্যাপক ভোটের ব্যবধানে পিছিয়ে পড়লো বিজেপি প্রার্থীরা। পুর নিগমের ৩৩ ওয়ার্ডের মধ্যে নির্বাচন হয়েছিল ৩২ ওয়ার্ডে। সেই ৩২ ওয়ার্ডের মধ্যে ৩১ ওয়ার্ডেই বিপুল ভোটে জয়লাভ করে তৃতীয় বারের জন্য পুর নিগমের বোর্ডে ক্ষমতা বহাল রাখলো তৃণমূল কংগ্রেস।