এই মুহূর্তে জেলা

বাংলায় গণতন্ত্র নেই , হাওড়ায় এসে মন্তব্য ভারতীর।

হাওড়া, ১৩ ফেব্রুয়ারি:- নির্বাচনে সন্ত্রাস হচ্ছে। বাংলায় গণতন্ত্র নেই। মানুষ এখানে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে না। পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন সব চুপ করে বসে আছে। মানুষ তাহলে বিচার চাইতে কার কাছে যাবে? হাওড়ায় মন্তব্য বিজেপি নেত্রী ভারতী ঘোষের। রবিবার হাওড়ার সাঁকরাইলের মহিয়াড়ী চাঁদনীবাগান এলাকায় বিজেপি’র সাঁকরাইল ৪ নম্বর মন্ডলের উদ্যোগে আয়োজিত এক রক্তদান শিবিরে এসে ওই মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় প্রবক্তা ভারতী ঘোষ।

তিনি বলেন, বাংলায় গনতন্ত্র নেই। আগে পশ্চিমবঙ্গে ভদ্রলোক বসবাস করলেও এখন ভদ্রলোকদের দেখা মেলেনা বলেও জানান তিনি। এদিনের অনুষ্ঠানে পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ, বিজেপি এস সি মোর্চা রাজ্য সভাপতি ডাঃ সুদীপ দাস, বিজেপি হাওড়া জেলা সদর সভাপতি মনিমোহন ভট্টাচার্য্য, মন্ডল সভাপতি সুব্রত বাগ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।