এই মুহূর্তে জেলা

শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু।

হাওড়া, ১৯ সেপ্টেম্বর:- শনিবার সন্ধ্যের পর থেকে নিখোঁজ এক শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল ডোমজুড়ের জালান কমপ্লেক্স এলাকায়। রবিবার সকালে জালান কমপ্লেক্সের তিন নম্বর গেটের ভিতরে একটি নির্জন জায়গায় রামবালক চৌধুরী (৪৬) নামের ওই শ্রমিকের মৃতদেহ নালার ধারে পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ডোমজুড় থানায় খবর দিলে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মৃতের বাড়ির লোকের অভিযোগ, শনিবার রাতের পর তাঁকে ফোনে পাওয়া যাচ্ছিল না। এরপর রবিবার সকালে তাঁর মৃত্যুর খবর আসে। মৃতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাই দেখে বাড়ির এবং এলাকার লোকের সন্দেহ তাঁকে বাইরে কোথাও খুন করে ওখানে ফেলে দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন রামবালক আদতে বিহারের বাসিন্দা হলেও দীর্ঘদিন ওই এলাকার একটি কারখানায় কাজ করতেন।