হাওড়া, ১৯ সেপ্টেম্বর:- শনিবার সন্ধ্যের পর থেকে নিখোঁজ এক শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল ডোমজুড়ের জালান কমপ্লেক্স এলাকায়। রবিবার সকালে জালান কমপ্লেক্সের তিন নম্বর গেটের ভিতরে একটি নির্জন জায়গায় রামবালক চৌধুরী (৪৬) নামের ওই শ্রমিকের মৃতদেহ নালার ধারে পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ডোমজুড় থানায় খবর দিলে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মৃতের বাড়ির লোকের অভিযোগ, শনিবার রাতের পর তাঁকে ফোনে পাওয়া যাচ্ছিল না। এরপর রবিবার সকালে তাঁর মৃত্যুর খবর আসে। মৃতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাই দেখে বাড়ির এবং এলাকার লোকের সন্দেহ তাঁকে বাইরে কোথাও খুন করে ওখানে ফেলে দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন রামবালক আদতে বিহারের বাসিন্দা হলেও দীর্ঘদিন ওই এলাকার একটি কারখানায় কাজ করতেন।
Related Articles
লকডাউনে বাঁধ সেধেছে নতুন বছরের হালখাতাতেও , ব্যাবসায়ীদের দুশ্চিন্তা বাড়ছে।
সুদীপ দাস,৬ এপ্রিল:- প্রতি বছর বাঙালি ব্যবসায়ীরা পয়লা বৈশাখে হালখাতা করেন । অর্থাৎ লক্ষ্মী গণেশের পুজো করে নতুন বছরের ব্যবসা শুরু করেন। কিন্তু এ বছর তা ভেস্তে যেতে বসেছে করোনার আতঙ্কে। অধিকাংশ দোকানপাট বন্ধ মানুষজন বাড়ি থেকে বের হতে পারছে না ,হাতে গোনা কয়েকটি দোকান খোলা আছে । অথচ অন্য বছর আমরা কি দেখি সারাবছর […]
তৃণমূল প্রার্থীকে হারিয়ে দেওয়ায় , দলের নামাঙ্কিত পোস্টার পড়লো খোদ তৃণমূলের ওয়ার্ড সভাপতি বিরুদ্ধে।
শান্তিপুর, ৫ মার্চ:- তৃণমূল কংগ্রেসের জয়লাভের পরেও সিপিএমের কাছ থেকে ২ লক্ষ টাকা নিয়ে ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি শুভাশীষ দাশ তাদের সাথে হাত মিলিয়ে হারানোর চেষ্টা করা হয়েছিলো তৃণমূল প্রার্থীকে। তিনি দুশ্চরিত্র এবং রাজনৈতিক দালাল এমনই বেশ কিছু পোস্টার আজ সকালে লক্ষ্য করেন শান্তিপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা। রাতে অন্ধকারে ওই ওয়ার্ডের ডাকঘর […]
বিধায়ক ও মন্ত্রীদের ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিলের অনুমোদন রাজ্যপালের।
কলকাতা, ১৬ মার্চ:- রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের বিধায়ক, মন্ত্রীদের ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিলটিকে অনুমোদন দিয়েছেন। রাজ্যপাল ওই বিলে স্বাক্ষর করেছেন বলে এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়ে রাজভবনের তরফে আজ জানানো হয়েছে। গত বছর সেপ্টেম্বর মাসে বিধানসভার অধিবেশনে রাজ্যের সমস্ত মন্ত্রী,বিধায়ক দের ভাতা বাড়ানোর জন্য বিল পাশ করানো হল। এতদিন রাজ্যপালের অনুমোদনের জন্য আটকে ছিল। এখন […]