এই মুহূর্তে জেলা

পৌর ভোটের উত্তাপ যত বাড়ছে শাসকদলের প্রচারের ঝাঁজ ততই বাড়ছে আরামবাগে।

আরামবাগ, ১৩ ফেব্রুয়ারি:- আরামবাগ পৌর ভোটের উতাপ ক্রমশ বাড়ছে। শাসক দল প্রচারে ঝড় তুলছে।এদিন আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃনমুল নেতা স্বপন নন্দী ভোট প্রচার শুরু করেন।স্বপনবাবু আরামবাগ পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের তৃনমুল প্রার্থী। এদিন সকাল সকাল ভোট প্রচার শুরু করেন। তাঁর হয়ে ভোট প্রচারে পা মেলান আরামবাগ বিধানসভার প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা ও অন্যান্য তৃনমুল নেতৃত্ব।

এই বিষয়ে কৃষ্ণবাবু জানান, কাজ ও উন্নয়নের নিরিখে ভোট হবে। এই ওয়ার্ডের তৃনমুল প্রার্থী স্বপন নন্দী সরকারি প্রকল্প ও উন্নয়ন ব্যাপক করেছেন।আমরা ভোট প্রচারের জন্য নয়, মানুষের দুয়ারে আশীর্বাদের জন্য যাচ্ছি। ১৯ টি ওয়ার্ডের ১৯ টি ওয়ার্ডই তৃনমুল জিতবে।অপর দিকে ওই ওয়ার্ডের তৃনমুল প্রার্থী স্বপন নন্দী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন তাকে সঙ্গে নিয়ে আমরা ভোট ভিক্ষা করছি। সবমিলিয়ে এদিন প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরাকে সঙ্গে নিয়ে এবং তৃনমুল কর্মী সমর্থক ও নেতাদের নিয়ে ছয় নম্বর ওয়ার্ডে ভোট প্রচারে সামিল হন তৃনমুল প্রার্থী স্বপন নন্দী।