এই মুহূর্তে জেলা

ভ্যালেন্টাইন্স-ডে তে অভিনব কর্মসূচি মগরা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের।

প্রদীপ বসু, ১৪ ফেব্রুয়ারি:- ভ্যালেন্টাইন্স ডে তে এক অভিনব কর্মসূচি গ্রহণ করল মগরা ওয়েলফেয়ায়ার অর্গানাইজেশন এর সদ্যস্য সদস্যারা। মগরা গজঘন্টা প্রাইমারি স্কুলে থ্যালাসেমিয়া শিশুদের হাতে পুষ্প স্তবক দিতে তাদের সন্মান জানিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করল তারা। সকাল সকাল অভিভাবকদের সঙ্গে দূর দুরান্ত থেকে এসেছিল থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা।

প্রথমে জাতীয় সংগীত তারপর ফুল স্তবক দিয়ে শুভেচ্ছা জানানোর পর সবাইকে মিষ্টিমুখ করাতে ভোলেনি এই সংস্থা।সঙ্গে দিয়েছিল অষুধপত্র ও অন্যান্য উপহার। এই দিন ছিল সংগঠনের বাৎসরিক অনুষ্ঠান। অতিথিদেরও সন্মান প্রদান করা হয়।এছাড়া পুলওমা কান্ডে শহিদদের প্রতি শ্রদ্ধা জানায় সকলে।উপস্থিত ছিলেন সভাপতি অজয় চৌবে।ছিলেন তপতি ভট্টাচার্য, শুক্লা মুখার্জি, শ্যামলী ব্যানার্জি, মৌসুমি কুন্ডু ও অন্যান্যরা।