এই মুহূর্তে জেলা

ছাপ্পা ও রিগিংয়ের অভিযোগ তুলে চন্দননগর মহকুমা শাসকের দপ্তরের সামনে ধর্নায় বিজেপি।

হুগলি, ১২ ফেব্রুয়ারি:- ২৭ ও ১২নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীকে মারধরের পাশাপাশি দিকে দিকে তৃণমূলের বিরুদ্ধে অশান্তি করার অভিযোগ তুলে চন্দননগর মহকুমা শাসক দপ্তরের সামনে ধর্না শুরু করলো বিজেপি। ঘটনাস্থলের সামনে ব্যাপক চাঞ্চল্য। ধর্না চলাকালীন এসডিও গাড়ি নিয়ে দপ্তরে ঢুকছিলেন। এসডিও-র গাড়ির সামনেই ক্ষোভে ফেটে পরেন বিজেপি নেতা-কর্মীরা। নেতৃত্বে রয়েছেন বিজেপির হুগলী জেলা সভাপতি তুষার মজুমদার ও যুব সভাপতি সুরেশ সাউ। বিক্ষোভ এখনও চলছে।