এই মুহূর্তে খেলাধুলা

লকডাউনে বাড়িতে কী করছেন কাজী ? জেনে নিন।

 

 

সৌরভ রায়,১২ মে:- বাংলার অনুর্ধ্ব ২৩ দলের অধিনায়ক কাজী জুনাইদ সইফি। চলতি বছরে রঞ্জিতে ডেবিউ করেছে ২১ বছরের এই বাঁহাতি তারকা ব্যাটসম্যান। কল্যাণীতে হায়দরাবাদের বিরুদ্ধে ডেবিড হয় তাঁর। এরপর ইডেনে দিল্লির বিরুদ্ধে আরও একটি রঞ্জি ম্যাচে খেলেন কাজী। তবে লকডাউনের জেরে এখন ক্রিকেট মাঠ থেকে অনেকটাই দূরে কলকাতায় নিজের বাড়িতেই সময় কাটাচ্ছেন তিনি। কলেজে পলসাইন্স অনার্স নিয়ে পড়াশোনা করছে। কিন্তু খেলার চাপে খুব একটা পড়াশোনার সুযোগ হয়ে ওঠে না। তাই লকডাউনের সময় বাড়িতে পড়াশোনায় মন দিয়েছে কাজী। পাশাপাশি ডাইরি মেনটেন করা বা দিনলিপি লেখা কাজীর সখ। তাই সারাদিন কী ভাবে সময় কাটল ডাইরিতে ফুটে উঠছে কাজী। তারসঙ্গে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বাংলার অনলাইন ফিটনেস ট্রেনিং। সেখানে কোচ ও ট্রেনারের কাছ থেকে অনলাইনে জেনে নিচ্ছে নিজেকে ফিট রাখার কৌশল। দুদিন আগে প্রাক্তন ভারতীয় তারকা ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ অনলাইনে ব্যাটিং নিয়ে বেশ কিছু পরামর্শ দেন কাজী ও অভিষেক রমণকে। যা আগামী মরসুমে অনেকটাই উপকার করবে বলে মনে করেন বাংলার অনুর্ধ্ব ২৩ দলের অধিনায়ক। এছাড়া বাড়িতে ব্যায়াম, শেডো করার পাশাপাশি মুভি দেখা, গান শোনা, বন্ধুদের সঙ্গে ভিডিও কলিং, অনলাইন গেম নিয়ে সময় কাটছে কাজী সইফির। বাংলার বড়দের দলে ইতিমধ্যেই অভিষেক হয়ে গিয়েছে, এখন কাজীর একটাই লক্ষ্য আগামী মরসুমে রঞ্জির দলে স্থায়ী সদস্য হিসেবে নিজের নাম পাকা করে ফেলা।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.